বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি :জৈন্তাপুর সীমান্তে পুলিশের পৃথক দু’টি অভিযানে ভারতীয় ৭০ বস্তা চিনি,৫৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নিদের্শনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ পৃথক এই অভিযান পরিচালনা করে। ১০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার উপজেলা বিভিন্ন এলাকায় জৈন্তাপুর মডেল থানার এস আই মুহিবর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। ফতেপুর ইউনিয়নের হরিপুর শিখারগাঁ এলাকায় সাহেল আহমদ নামে এক ব্যক্তির বসতঘর থেকে ভারতীয় ৭০ বস্তা চিনি ও জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি বাংলা বাজারস্থ সিলেট তামাবিল মহাসড়কের আলিফ ট্রান্সপোর্ট’র পাশ থেকে ৫৯ বোতল বিদেশী মদ জব্ধ করা হয়। পুলিশ জানিয়েছে এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।