নিজস্ব প্রতিবেদক: ‘‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” প্রতিপাদ্যে এবং “ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মেলে” স্লোগানে রাজশাহীর পবায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে ফিতা কেটে, পায়রা উড়িয়ে তথ্যমেলা’র উদ্বোধন পরবর্তী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল রোডশো, সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ।- সোমবার (২৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে নেটজ বাংলাদেশ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় তথ্যমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াসিন আলী। এবং সমাপনী ও কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো: মোকছেদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক। ডাসকো ফাউন্ডেশন ফিল্ড ফ্যাসিলিটেটর শেফালী খাতুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ডাসকো ফাউন্ডেশন নারী অধিকার ও অন্তভূর্ক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর ইসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন দেওয়ান, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ আলী, ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পে’র প্রোগ্রাম কোঅডিনেটর এনামুল হক খান (লিটন), ফিল্ড ফ্যাসিলিটেটর ফিরোজা খাতুন, রুপালী মন্ডল, ডাসকো ফাউন্ডেশনের বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি, স্টুডেন্ট ফোরাম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। আলোচনা সভায় বক্তাগন দিবসটির উপর গুরুত্বপূর্ন ও দিকনির্দেশনামুলক আলোচনা করেন। মেলায় দশটি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024