তাহিরপুর প্রতিনিধি: দুর্গোৎসবের নবমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপচেপড়া ভিড়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আলোর ঝলমল করছে পুরা উপজেলা। সন্ধ্যা শুরুর সঙ্গে সঙ্গেই বাহারি আলোকসজ্জায় সেজে ওঠেছে গ্রাম গঞ্জের অলিগলি প্রতিটি সড়ক। নজরকাড়া নকশা আর রং-বেরঙের বাতি ও তোরণ দিয়ে সজ্জিত উপজেলা।তাহিরপুরে পূজামণ্ডপে হাজারো মানুষের ভিড়। সরজমিন পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর সময়ের সঙ্গে সঙ্গে মণ্ডপে বারছে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। দর্শনার্থীরা ভিড় জমিয়ে ছবি ও সেলফি তুলছেন। কেউ আবার পূজার প্রসাদ খাচ্ছেন। কেউ কেউ অটোরিক্সা নিয়ে মন্ডপে মন্ডপে ঘুড়ে বেড়াচ্ছেন।আবার পুলিশ, গোয়েন্দ সংস্থা ও আনসার বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেয়ার ক্ষণ। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিনই দুর্গাপূজার অন্তিম দিন। আগামীকাল মঙ্গলবার দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। পূজা উপলক্ষে প্রতিমা দর্শনে বাসা থেকে বের হওয়া শুভশ্রী সরকার বলেন, দুর্গাপূজা এলে প্রায় পুরো উপজেলার সড়ক আলোতে ঝলমল করে ওঠে। আর সেই ঝলমলের মাঝে প্রতিমা দেখতেই পরিবারের আত্মীয়দের নিয়ে বের হয়েছি।৪ টি পূজামণ্ডপের আলোকসজ্জা ঘুরে দেখেছি অটোরিকশায় চড়ে খুব ভালো লেগেছে সত্যি অসাধারন,মন্ডপগুলো দেখে মুগ্ধ হয়েছি আমরা। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পুরকায়স্থ বলেন আমাদের উপজেলায় ২৯ টি মন্ডপে এবার জাঁকজমকপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সর্বক্ষণীক দায়িত্ব পালন করেছেন,প্রতিটি মন্ডপ সি সি ক্যামেরাদ্বারা নিয়ন্ত্রিত ছিল,আগামী কাল প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিমউদ্দীন বলেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থায় নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পুজা সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি আছে আমাদের।