রিপোর্টারঃ মহিউদ্দিন চৌধুরী
এ যেন প্রতারণা নয় যেন এক শিল্পকর্ম। এ শিল্পের কারিগর কোন সাধারণ মানুষ নয়, তিনি একাধারে ক্যাপ্টেন আবার একই সাথে পাইলট এ যেন একই মানুষের একই অঙ্গে বহুরূপের অধিকারী চিরসবুজ ও তরুণ ব্যক্তিত্ব নাম তার শাহাদত হোসেন চির সবুজ প্রবীণ ৬৫ বছরের হলেও তিনি যেন এক তরতাজা উদ্দীপ্ত তরুণ।
তিনি অনেক বিত্তবৈভবের মালিক সর্বত্র প্রচার করার অভিযোগ রয়েছে। দেবতুল্য এই মানুষটি বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কখনো টার্গেটকৃতদের নিয়ে যায় কোন দামী রেস্টুরেন্ট এ আবার কখনও নিজের দামী গাড়িতে নেওয়ার অভিযোগ ও রয়েছে । আদতে এ নয় কোন প্রদীপ এ যেন প্রতারনার এক নতুন ফাঁদ ।
আকৃষ্ট করার জন্য তিনি বলেন সুন্দর সুন্দর কথা, রোমান্টিক মুডে কথা বলার মাধ্যমে সাথের মানুষটিকে দেখান আকাশ ছোঁয়ার স্বপ্ন। বিশ্বাস অর্জনের জন্য প্রথম প্রথম কিছু টাকাও দেওয়ার অভিযোগ রয়েছে এছাড়াও অভিযোগ আছে এক নারী উদ্দোক্তা শারমিন কাজল এর কাছে জমি বিক্রয়ের কথা বলে ২ কোটি ৫২ লক্ষ টাকা হাতিয়ে নেন, ডিড ডকুমেন্টসও দেন কিন্তু দেন না সম্পদের দখল ও রেজিষ্ট্রেশন।
অভিযোগকারী নারী উদ্দোক্তা শারমিন কাজল যার বাড়ি নারায়ণগঞ্জ তিনি আরো জানান এর মধ্যে ২২ লক্ষ টাকা ফেরত দেন, তিনি ব্র্যাক ব্যাংকের একাউন্ট থেকে নিজেই সেই টাকা উত্তোলন করেন, আরো ২,৩০,০০,০০০/- (দুই কোটি ত্রিশ লক্ষ) টাকা। এখনো ফেরত দিচ্ছেন না টাকা না দিয়ে উল্টো হুমকি দেন নারীর চরিত্র নিয়ে নিউজ করা হবে বলে কথিত পোষা সাংবাদিক দিয়েও হুমকি দেন। উপায় না পেয়ে ঐ নারী উদ্দোক্তা শারমিন কাজল মামলার পথ বেছে নিয়েছেন।