উপজেলা প্রতিনিধিঃমোঃমিজানুর রহমান (কালু) পুঠিয়া উপজেলায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.মোঃ হুমায়ুন কবীর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন, আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের খোঁজ খবর নেন,এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ও আলোচনা সভা করেন। বৃহস্পতিবার (২৬-অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, উঠান বৈঠক, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক উন্মুক্ত সমাবেশের আয়োজন করা হয়। পরে উপজেলার কান্দ্রা এলাকায় গ্রাম উন্নয়ন সমিতিকে নিয়ে সেখানেও একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার তিনি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পুরাকীর্তি ঘুরে দেখেন। উক্ত আলোচনা সভায় নানান শ্রেণী পেশার মানুষের সাথে, নানান রকম সমস্যার কথা শোনেন তিনি। এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুঠিয়া উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক বৃন্দরা। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা,বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা,সামাজিক সংগঠনের নেতাকর্মীরা,এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024