শেখ মারুফ হোসেন সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ- কালিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ১৯৫৫ সালে স্থাপিত ঐতিহ্যবাহী ডি. এম .সি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে ভিন্ন আঙ্গিকে ৪০ তম জন্মদিন পালন করেছেন। শনিবার ( ২৮ অক্টোবর) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন,কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন (জান্টু) দৈনিক সত্যপাঠ এর উপজেলা প্রতিনিধি ও খবর টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক শেখ আল-নূর আহম্মেদ (ইমন), জাতীয় দৈনিক আলোকিত কন্ঠ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শেখ মারুফ হোসেন, বিজয় নিউজের বার্তা সম্পাদক সাংবাদিক আতিকুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা উপজেলা প্রতিনিধি সাংবাদিক শিমুল হোসেন,দৈনিক দৃষ্টিপাত এর দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসেন, দৈনিক দৃষ্টিপাত এর বিষ্ণুপুর ইউনিয়ন প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেন প্রমূখ,পরবর্তীতে ডিএমসি ক্লাব মিলনায়তনে ডিএমসি ক্লাবের সিনিয়র সদস্য মীর সুলতান মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায়, সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের ও সহ-সাধারণ সম্পাদক মাসুম হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উৎসব পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল হক, কোষাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শোকর আলী, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ সাহিত্য সংস্কৃতিক সম্পাদক হাবিব উল্ল্যাহ, সহ ক্রীড়া সম্পাদক শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য প্রসেনজিৎ ঘোষ, আব্দুল আলীম,মোঃ শহিদুল ইসলাম , ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ এলাকার গুণীজন ও সাংবাদিক বৃন্দ।বাবলা আহমেদ ১৯৮৩ সালে একটি সভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০৬ সালে কালিগঞ্জ উপজেলা কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের একমাত্র কন্যা সুরাইয়া আফরোজ সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার একটি কন্যা সন্তান ঐন্দ্রিলা আহমেদ তাথৈ। শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি উত্তীর্ণ হয়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পিকেএসএফ এর বিভিন্ন সহযোগী সংগঠনে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যক্তিগত ব্যবসা পরিচালনা, সাংবাদিকতা, শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন চর্চা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।