রাজশাহী পুঠিয়ায় উপজেলা প্রতিনিধিঃমোঃ মিজানুর রহমান (কালু) আজ (২৯-অক্টোবর) বন্ধু টেকনিক্যাল টেনিং সেন্টার (BTTC) পুঠিয়া,রাজশাহী সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি,(CVDP) – ৩য় পর্যায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,ইলেকট্রিক্যাল ইস্টললেশন এন্ড মেইনটেন্যান্স (EIM) স্যুইং মেশিন অপারেশন (SMO) ৫ টি ব্যাচের প্রশিক্ষণ কোর্স,শুভ উদ্বোধন,এবং মেয়াদ কাল,(১১- অক্টোবর) ২০২৩ – ৯ ডিসেম্বর,২০২৩ খ্রিঃ পর্যন্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.মোহাম্মদ আলফাজ হোসেন,প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি-৩য় পর্যায়,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার,এ কে এম নূর হোসেন নির্ঝর,বিশেষ অতিথি,ড.মোহাম্মদ মনসুর রহমান,পরিচালক আরডিএ,বগুড়া ও উপ-প্রকল্প পরিচালক সিভিডিপি,৩য় পর্যায়,আরডিএ অংশ,মোহাম্মদ তৌহিদুল হক,উপ-প্রকল্প পরিচালক,সিভিডিপি-৩য় পর্যায়,বিআরডিবি,ঢাকা। এ সময় আরো উপস্থিত ছিলেন,বন্ধু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের,পরিচালক,আবুল কালাম আজাদ,ব্যবস্থাপনা পরিচালক,মোঃ রকিবুল ইসলাম। প্রকল্প পরিচালক,ও অতিরিক্ত সচিব,আলফাজন হোসেন, প্রশিক্ষণ ব্যাপারে,বিভিন্নভাবে দিকনির্দেশনা দেন,এবং বিভিন্ন ভাবে,প্রশিক্ষণ কেন্দ্রটি তদারকি করেন,অনুষ্ঠানের সর্বশেষে,মনমুগ্ধ পরিবেশে একটি সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।