স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বাংলাদেশের খ্রীষ্টিয়ান ধর্মের অনুসারীদের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যপ্টিষ্ট চার্চ সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চার বছর পর এ নির্বাচন হয়ে থাকে। ২৪ নভেম্বর শক্রবার সকাল থেকে বিকাল ৪ টা পযন্ত ভোট গ্রহন চলে। বাংলাদেশ ব্যপ্টিষ্ট চার্চ সংঘের অন্তর্গত খুলনা আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেভা: জগদীশ বাস্কে, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন রেভা: জোকস্ মন্ডল ও পাস্টার সাগর গাঙ্গুলী। এ নির্বাচন এ মোট ভোটার সংখ্যা ছিল ৭৫ জন। উক্ত নির্বাচনে ৪৩ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিঃ. মিথিলেশ বৈরাগী এবং ৪৬ ভোট পেয়ে সহ- সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মি.জেমস্ দেবাশীষ বিশ্বাস। এছাড়া কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন
১. সুদর্শন সরকার ২.সঞ্জয় দোবে ৩.প্রিন্স বিশ্বাস
৪. পলাশ সরকার ৫.টাবলু দোবে ৬.স্বপন সরকার
৭.পলেন হাজরা সেই সাথে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন১.সেলিনা পাটোয়ারী,টিটু চৌধুরী
৩.সাগর বালা ৪.পল প্রশান্ত বিশ্বাস ৫,লীলা মৃধা
এছাড়াও মহিলা কনভেনর ইলেন ঘোষ রুমি,যুবকনভেনর সনেট বৈদ্য ও সান্ডেস্কুল কনভেনর মার্ক সেতু গাইন নির্বাচিত হয়েছেন।