স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের ৭ নং ওর্য়াডে শ্রী শ্রী ঠাকুরানি কালিমাতা মন্দির (সুরেন বাবুর কালিবাড়ি) জয় কালী যুব সংঘেরআয়োজনে অনুস্টিত হয়েছে নক আউট পর্যয়ে ১৬ দলিয় মিনি ফুট বল টুর্নামেন্ট। গত ৩ ডিসেম্বর রবিবার বিকাল পাঁটারদিকে কালীমাতা মন্দিরের সভাপতি প্রাক্তন প্রধান স্বপন কুমার রায় খেলার শুভ উদ্বোধন করেন।,৬ ডিসেম্বর বুধবার সন্ধ্য থেকে সেমিফাইনাল ও পরে চুড়ান্ত খেলায় একতা যুবসংথ বনাম ব্রদার ইউনিয়ন যুবসংঘ কোন গোল না পাওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে উপনীত হয়।একতা যুবসংঘ ব্রাদার ইউনিয়ন যুবসংঘ কে ২-১ গোল জয় লাভ করে।খেলায় প্রথম পুরস্কার হিসাবে এলইডি ২৪ টিভি দিয়ে সহযোগিতা করেছেন ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন কুমার সরকার, ২ য় পুরস্কার দিয়ে সহোযোগিতা করছেন সুব্রত সরকারের দুই পুত্র দিপ সরকার ও সাগর সরকার।
তৃতীয় পুরস্কারদিয়ে সহোযোগিতা করছেন ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধন রায়।
এসময় প্রথম পুরস্কার প্রদান কালে ইউপি সদস্য তপন সরকার বলেন,খেলা হোক মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার।মাদকাসক্ত যুব সমাজ ধ্বংস করছে নিজেদের জীবন তথা তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে। তাই মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া এদেশের সকল কর্মকান্ডে যুব সমাজকে ভূমিকা রাখার আহবান জানান।