তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এডভোকেট রনজিত সরকার কে বিজয়ী করার লক্ষ্যে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
(৭ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টায় তাহিরপুর উপজেলা অডিটরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু অমল করের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওরাঞ্চলের কৃতি সন্তান রাজপথের পরীক্ষিত সৈনিক সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার, বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখন্জি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা,সহ সভাপতি আলকাছ খন্দকার, জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেন্টু,সংকর দাস,জেলা আওয়ামী লীগের সদস্য ও বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া,সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন,বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, যুবলীগ যুগ্ম আহ্বায়ক সামায়ুন কবির, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন আমরা এতদিন বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিলাম, জননেত্রী শেখ হাসিনা এডভোকেট রনজিত সরকার কে বিশ্বাস করে তার হাতে স্বাধীনতার প্রতিক নৌকা তুলে দিয়েছেন, আজ থেকে আমরা সকল দ্বিধা দন্দ ভুলে গিয়ে সকলেই রনজিত সরকার হয়ে নৌকাকে বিজয়ী করতে মাটে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ডেমি ছেমি বুঝিনা, আমরা সতন্ত্র টতন্ত্র বুঝিনা আমরা শেখ হাসিনা যাকে নৌকা দিছে আমরা তারে ছিনি।এই আসন হলো নৌকার জোয়ার যারা আবল তাবোল বলেন তারা নৌকার জোয়ারে বেসে যাবেন।
বর্ধিত সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখন্জি কে আহব্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান কে যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা কে সদস্য সচিব করে আরও কয়েক জনকে যুগ্ম আহ্বায়ক এবং কয়েকজনকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।