মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের একটি মাঠে বেগুন ও কলাগাছ গাছ কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় রাজাপুর নল গাড়ির মাঠে এ নারকীয় তাণ্ডব চালানো হয়।
জানা গেছে, রাজাপুর গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম রাজাপুর গ্রামের ফজের আলীর ১০ কাঠা জমি তিন বছরের জন্য লিজ নিয়ে সেখানে বেগুন এবং কলা গাছ লাগান। প্রায় ছয় শতাধিক বেগুন গাছে প্রত্যেকটি গাছে অসংখ্য বেগুনের গুটি দেখা দেয়। অনেক গাছে বেগুন মোটা হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রাতের আঁধারে ৬ শতাধিক বেগুন গাছ কেটে তসরুপ করে ফেলে রেখে যায়।
কৃষক মনিরুল ইসলাম জানান, এই বেগুন গাছ তৈরি করতে ৫০ হাজার টাকার উপরে খরচ হয়েছে। ২ লক্ষাধিক টাকার বেগুন বিক্রি হতো বলে তিনি জানান। সকালে;অন্য কৃষকরা এদৃশ্য দেখে জমির মালিক মনিরুল ইসলামকে খবর দেন। মনিরুল ইসলাম তার লাগানো বেগুন গাছ দেখে কান্নায় ভেঙে পড়েন।