মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে প্রায় ৪৭ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।
মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি স্থায়ী ও ২৪০টি সাব-ব্লকে ৪৮২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী আজকের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছেন।
এবারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ৬-১১ মাস বয়সী মোট ৫,২০৪ জন শিশুকে ভিটামিন-এ নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী মোট ৪০,৮০৭ জন শিশুকে ভিটামিন-এ লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।