কুড়িগ্রাম প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে আওয়ামীলীগের ২ জন ও জাতীয় পার্টির ৪ জন প্রার্থীসহ অন্যান্য দল ও স্বতন্ত্রস সহ মোট ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণ।
প্রতীক বরাদ্দের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতীক পেয়ে আনন্দ মুখর পরিবেশে নিজ নিজ আসনে জয়ের প্রত্যাশার পাশাপাশি উন্নয়নে কাজ করার কথা জানান প্রার্থীরা।