সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসচ্ছলদের শীতের পোশাকের জন্য মানবতার দেয়াল তৈরি করেছে মানবতার বন্ধন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রাণীশংকৈল ডিগ্রী কলেজের গেট সংলগ্ন একটি দেয়ালে স্থাপন করা হয়েছে এই মানবতার দেয়াল।
যারা শীতার্তদের নিজের ব্যবহৃত বা নতুন পোশাক দিতে চান, তারা মানবতার দেয়ালের হ্যাঙ্গারে পোশাক রেখে যান এবং যাদের শীতের পোশাক প্রয়োজন তারা এই দেয়াল থেকে সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনের পর সরেজমিনে দেখা যায়, স্থাপিত মানবতার দেয়ালে লেখা আছে ‘আপনার প্রয়োজনীয় বস্তু এখান থেকে নিয়ে যান।’ নিচে লেখা রয়েছে ‘দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জাবোধ করবেন না।’
সেখানে দেখা যায়, দেয়ালের গায়ে লাগানো হ্যাঙ্গারে ঝুলছে শার্ট, শীতের কাপড়, গেঞ্জিসহ বিভিন্ন পুরনো পোশাক। অসচ্ছলরা তাদের পছন্দ মতো পোশাক নিয়ে যাচ্ছেন।
মানবতার দেয়াল স্থাপনের কাজটিকে স্বাগত জানিয়েছে স্থানীয় সব শ্রেণি পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ঠিকাদার আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ , যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবু, ছাত্রলীগ নেতা তামিম হোসেন সহ ও মানবতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।