চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সীমান্ত এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ভারতীয় ০১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭১০৫ পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি আটক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এর সদস্যরা।
মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিশেষ তথ্যের ভিত্তিতে ০২ জানুয়ারি ভোর রাত ৫ টার সময় ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি চৌকষ টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
টহলদল অভিযান পরিচালনা করার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মাহবুল আলম এর ছেলে মোঃ সাহেব আলী এর বাড়ী তল্লাশী করে ভারতীয় ০১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭১০৫ পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি জব্দ করতে সক্ষম হয়। তবে বিজিবি টহলদল, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি বুঝতে পেরে মোঃ সাহেব আলী তার স্ত্রীকে সাথে নিয়ে পলিয়ে যায়।
পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় । ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।