মো রায়হান জোমাদ্দার, স্টাফ রিপোর্টার: বরিশালগামী সুন্দরবন ১৬ সাথে কার্গো জাহেজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় মেঘনা নদীর একলাছপুর নামক এলাকায় “এমভি সুন্দরবন ১৬” লঞ্চে এঘটনা ঘটে।
লঞ্চটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন লঞ্চে থাকা এক যাত্রী তিনি আরও জানান, যাত্রীদের সুরক্ষার জন্য লঞ্চটি ভাসানচরে নোঙর করে রেখেছে। লঞ্চে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
” এম ভি মার্কেনটাইল -৩ (এম-১০৯৬১)” নামক পণ্যবাহী জাহাজ, সুন্দরবন ১৬ এর মাঝ বরাবর সজোরে আঘাত করে। এতে সুন্দরবন ১৬ লঞ্চে ভি আই পি কেবিন, ক্যান্টিন, ডেকের মাঝ সিড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে লঞ্চে থাকা কোন যাত্রী হতাহত হননি। পণ্যবাহী “এম ভি মার্কেনটাইল-৩” জাহাজটি কোস্টগার্ড এবং নৌ পুলিশের হেফাজতে রয়েছে। যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে “সুন্দরবন ১৬” নদীর পাড়ে ভিড়ানো হয়।
সুন্দরবন ১৬ এর যাত্রীদের বরিশালে পৌছাতে সুন্দরবন ১৫ লঞ্চে যাত্রী নিয়ে বরিশালে পৌছান।