ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ভোটের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ (বিজিবি) থেকে বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল তানজীর আহম্মদ বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচনকালীন যেকোনো সহিংসতা ও নাশকতা ঠেকাতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।