মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বাজার নিয়ন্ত্রন ও পন্যের সঠিক দাম নির্ধারণ লক্ষে রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম রেজাউল করিম, সহকারী পরিচালক সিপিএসসি, বগুড়া র্যাব-১২ মো: সোহেল রানা, খাদ্য পরিদর্শক মো: রকিবুল ইসলাম। এ সময় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা থাকার কারণে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দেশের অসাধু ব্যবসায়ীদের দ্বারা সৃষ্ট অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রন রাখতে নড়েচড়ে বসেছে শেরপুর উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে ১৮ জানুয়ারী শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারা এবং পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মো. সাইদুর রহমানের মুদির দোকানে প্লাস্টিকের বস্তা রাখায় ৩ হাজার টাকা, মোস্তফা, আব্দুল ওয়াহাব ও জাহাঙ্গীর আলমের দোকানে পণ্যের সঠিক দাম না নেয়ায় পর্যায়ক্রমে ১৪ হাজার টাকা জরিমানা করেন। এতে র্যাব সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী বলেন, যারা ব্যবসার নামে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে। এছাড়াও প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে এবং বাজার নিয়ন্ত্রনে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।