চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ টানা ৪১ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ও ঘনকুয়াশার সাথে কনকনে ঠান্ডা এবং সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দুপুরের বৃষ্টিতে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । এর ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষেরা। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০দশমিক ০৫ ডিগ্ৰী সেলসিয়াস।
বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। চুয়াডাঙ্গায় গতরাতে ১৯ দশমিক ০৬ মি.মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানিয়েছেন গতরাতের বৃষ্টিপাতের ফলে কুয়াশা কেটে যেয়ে শীতের তীব্রতা বাড়তে পারে।