লিপন খান , কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনের ঐতিহ্যবাহী নারী বিদ্যাপিঠ তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে স্কুল প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানে তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কিশোরগঞ্জের সদ্য সাবেক বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খান।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মোঃ আবদুল হক, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমদ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বৈষ্ণব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিকুর রহমান, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম সিদ্দিক, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমসহ স্হানীয় চেয়ারম্যান ,গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা, শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে ছাত্রীদের দৌড়, ব্যাঙের দৌড়, দীর্ঘ লাফ, বস্তা দৌড়, বর্ষা নিক্ষেপ, স্মৃতি পরীক্ষাসহ অনেকগুলো প্রতিযোগিতা, খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে।