এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে চটের বস্তায় চাল সংরক্ষণ না করে প্লাস্টিকের বস্তায় সংরক্ষণ করার অভিযোগে দুই চালকল মালিক ও এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩শে জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।
অভিযানকালে কলাবাগান এলাকায় মোস্তফা রাইচ মিলকে ১০ হাজার টাকা, পূর্ব জগন্নাথপুর এলাকার এফ এম রাইচ মিলকে ১০ হাজার টাকা এবং নতুন বাজার এলাকার এক চালের আড়তদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের কয়েকটি চালকলে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করা হচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিরামপুর পৌরশহরে কলাবাগান, পূর্ব জগন্নাথপুর ও নতুনবাজার এলাকায় ২টি চালকল ও একটি চালের আড়তে অভিযান চালানো হয়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে, সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই চালকল মালিককে ১০ হাজার টাকা করে ও চালের আড়তদারকে এক হাজার টাকাসহ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।