মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলায় ২টি পাইপগান,১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ সহ ৩ জলদস্যুকে গ্রেফতার গ্রেফতার করেছে ভোলা জেলা ডিবি পুলিশের একটি টিম।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ ২৪ জানুয়ারী বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন,২৩ জানুয়ারি মঙ্গলবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ভোলা জেলা ডিবি পুলিশের ওসি এনায়েত হোসেন এর নেতৃত্বে ভোলা জেলা ডিবির এসআই আসাদুজ্জামান সহ একটি টিম অবৈধ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানার রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কন্দকপুর সাকিনের কোড়ালিয়া জামে মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তা মাথায় মেঘনা নদীর পাড়ে কাঁচা রাস্তার উপর থেকে মোঃ মিরাজ খালাসী (৪০),মোঃ আব্বাস (২৮),মোঃ রুবেল বেপারী (২৮) কে ২টি দেশীয় লোহার তৈরী সচল পাইপগান, ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ সহ গ্রেফতার করা হয়।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ আসাদুজ্জামান বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ৩ জলদস্যু কে গ্রেফতার করে মামলার মাধ্যমে ২৪ জানুয়ারি বুধবার দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।