মোঃ মিজানুর রহমান (কালু): রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামে অবস্থিত ‘তালুকদার আশ্রয়ণ প্রকল্পে’র সদস্য ছাড়াও দুইশত শীতার্ত হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনারের সহধর্মিনী বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি দিলসাদ জাহান ও রাজশাহী জেলা প্রশাসকের সহধর্মিনী বোয়ালিয়া লেডিস ক্লাবের সহসভাপতি আসমা আখতার।
(২৭-জানুয়ারি) শনিবার দুপুর ১২টায় তালুকদার আশ্রয়ণ প্রকল্প স্থলে হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম নূর হোসেন নির্ঝর।
এতে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া লেডিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনানের সহধর্মিনী বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি দিলসাদ জাহান বলেন, সপ্তাহব্যাপি শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের অবস্থা নাজুক।
আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দুঃস্থ ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছি,তাদের শীত নিবারণে গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ,তিনি পরিশেষে জেলার এই তীব্র শীতের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।