রানা খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ বালু ভর্তি ট্রাকে করে বিক্রির সময় ছাত্রলীগের সাবেক নেতাসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ১২৫ বোতল ভারতে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে।
২৭ই জানুয়ারি শনিবার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা পাথারপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাওনা ইউনিয়নের পাথারপাড় গ্রামে চিরকুট নামে একটি রেস্টুরেন্টের মালিক সাইফ শাহরিয়ার অভি (২৮) ।গ্রেপ্তার অন্যরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলার মোঃ ফজলুল হকের ছেলে মোঃ রেজাউল করিম (২৬), একই জেলার দুর্গাপুরের আবুল কাশেমের ছেলে শহীদ মিয়া (২৫),ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকার চরকালিবাড়ী গ্রামের মোঃ মোস্তফার ছেলে
লিমন মিয়া (২৩), শ্রীপুরের বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি(২৬), কেওয়া পশ্চিম খন্ড (চেয়ারম্যান বাড়ীর মোড়) এলাকার মোঃ নয়নের ছেলে মোঃ আশরাফুল (২৩)।
গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার সীমান্তবর্তী এলাকা থেকে বালি ভর্তি ড্রাম ট্রাকে করে বিদেশী মদ শ্রীপুরের মাওনায় আনা হয়। এরপর সেগুলো মাওনা পাথারপাড় এলাকায় বিক্রি হচ্ছিল এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় বিদেশী মদ সহ তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১২৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।