ওসমান গণি (ইলি), কক্সবাজার: ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনকে আগামী ফেব্রুয়ারীর ১ তারিখে দেশে ফিরছেন কক্সবাজার আওয়ামিলীগ মক্কা কমিটির সভাপতি শামশুল আলম।জানা যায়, দেশে ফিরেই তিনি ঈদগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন।
মক্কা কমিটির সভাপতি শামশুল আলম দেশে আসার আগমনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন পোকখালীর জনসাধারণ ও বৃহত্তর ঈদগাঁওবাসী। পোকখালী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান বলেন গরীব অসহায় মানুষের বন্ধু শামসুল আলম দেশে এসে নিজের এলাকা ও বৃহত্তর ঈদগাঁওবাসীর সেবা করতে নিজেকে সেবক হিসেবে ঘোষণা করেন। সেবক হওয়ার জন্য দেশে আসছেন। কক্সবাজার আওয়ামী লীগ মক্কা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাকিম বলেন, শামসুল আলম হল একজন সৎ যোগ্য নিষ্টবান ব্যাক্তি। তিনি ঈদগাঁও উপজেলাবাসী সেবক হয়ে থাকতে দেশে যাচ্ছেন। কক্সবাজার প্রবাসী আওয়ামীলীগ কমিটির সহ-সভাপতি জিয়াবুল হক জিয়া, সহ-সভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, নেতা মিজানু রহমান, জসিম উদ্দীন, জাকের ও মোঃ ফারুকসহ কয়েকজন জানান, বিগত পাঁচ বছর যাবৎ শামসুল আলম তিনি শীতের মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন, গরীব অসহায় মানুষদের মাঝে আর্থিক সহযোগিতা, ঈদের সময় ঈদ উপহার ও কোরবানি ঈদের সময় গরুর মাংস বিতরণসহ সমাজের উন্নয়নমূলক ও সেবামূলক কাজ করেছেন রেমিট্যান্স যোদ্ধা শামসুল আলম। সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও দুর্নীতি মুক্ত করতে হলে শামসুল আলম এর মত যোগ্য নেতার প্রয়োজন। আসুন সবাই মিলে একজন সৎ ও যোগ্য ব্যাক্তিকে প্রার্থী হিসেবে মনোনীত করি।