মোঃ মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয়ের মাঠে প্রথমেই জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন ক্রীড়া’র মশাল জ্বালানো, কবুতর ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে এবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেন অতিথিরা।
এসময় পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু ইউসুফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের সাবেক অধ্যাপক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল।এসময় তিনি তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপশি ক্রীড়ার প্রতিও মনোযোগ দিতে হবে, তাহলেই শিক্ষার্থীদের সুন্দর মন ও দেহ সুস্থ থাকবে।এবং শিক্ষার্থীরা সকল ধরনের খারাপ কাজ ও স্মার্ট মোবাইলের প্রতি আসক্তি কমবে।
অনুষ্ঠানটি ক্রিড়া শিক্ষক মোঃআবুল কালাম এর পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ।ক্রিড়া প্রতিযোগিতায় ৪টি ইউনিটে ৪০টি ইভেন্ট ৩শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে ৩জন করে বিজয়ী ঘোষণা করা হয়।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।