“আমরা চালক”
ঢালী হাফিজুর
আমরা চালাক আমরা চালাই পন্যবাহী গাড়ী,
আমরা চালক আমরা চালাই যাত্রিবাহী গাড়ী।
নিরাপত্তার সাথে বাড়ি পৌঁছে দিয়ে আসি,
নামিদামি পন্য গুলো পৌঁছে দিয়ে থাকি।
আমরা চালক এই সমাজে পাই না কোন দাম
এই সমাজে চালকদের মূল্য অতি কম।
পরিবারের জন্য চালক ঝরায় রক্তঘাম
হাজার কষ্ট মেনে নিয়ে রাস্তায় ঠেলে জ্যাম।