মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ ২০২৪ সালে সারাদেশের ন্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শুরু হয়েছে এসএসসি /সমমান পরীক্ষা । পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্র/ছাত্রী , অভিভাবক ও বিভিন্ন পেশাজীবি মানুষ বিভিন্ন পরিবহন নিয়ে যাতায়াতের কারণে সড়কে যানজট সৃষ্টি হয় ,।
২২ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার এর ব্যতিক্রম ঘটেনি বোরহানউদ্দিন পৌরসভার এসএসসি পরীক্ষা কেন্দ্র উপজেলা সড়ক কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে । বেলা ১২ টা ৪০ মিনিটের সময় পরীক্ষা কেন্দ্রের সামনে প্রচুর ভীড় লক্ষ করা যায় অভিভাবকদের এবং উপজেলা সড়কের দু’পাশে বিভিন্ন পরিবহন দাড়ানো অবস্থায় আছে ,পরীক্ষা শেষ হলে এই সব বিভিন্ন পরিবহনে যোগে ছাত্র ছাত্রীরা তাদের নিজ নিজ বাড়ি ঘরে ফিরে যাবে ।
এসময় দেখা যায় এক ব্যক্তি সাদা গেঞ্জি গায়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন হাতের ইশারায় ও মুখে । অটোবাইক৷ অটো রিকশা , টেম্পো এসব পরিবহনের চালককে এখানে ভীড় জমাতো না বলেন এবং সড়কে যেন কোন প্রকার যানজট সৃষ্টি না হয় পরীক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে । ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা ব্যক্তি হলেন আসন্ন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আলী হীরা ।
কেন তিনি স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন যানজট নিরসনে এ বিষয় জানতে চাইলে মোঃ আলী হীরা বলেন আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে , অভিবাবকরা ঘন্টার পর ঘন্টা বাহিরে বসে আছে পরীক্ষা শেষে তাদের সন্তানদের নিয়ে বাড়িতে যাবে এই অপেক্ষা করে , তখন আমি দেখি পরীক্ষা শেষে এমন যানজট সৃষ্টি হয় আর এই যানজট অনেক সময় এক দেড় ঘন্টা সময় লেগে থাকে , একেতো পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ক্লান্ত এরপর অভিবাকরা ও ক্লান্ত। তখন ছাত্র ছাত্রী ও অভিভাবকদের এই কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি স্বেচ্ছায় নিজ থেকে উপজেলা সড়ক যানজট মুক্ত করতে চেষ্টা করি ।