রানা খান, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ এম,এইচ, গুলজার বাহার খানম (রঃ) স্কুল অব এক্সেলেন্স গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসহরা শাখার দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৬,৭ই ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
অত্র স্কুলের প্রিন্সিপাল জনাব আজহারুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় ও অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল স্কুলের ছাত্র ছাত্রীদের যেমন খুশি তেমন সাজো, অভিবাবকদের নিয়ে বিভিন্ন খেলা, তারমধ্যে ছিল মহিলাদের মহিলাদের সতিনের ছেলে, পুরুষদের মধ্যে ছিল হাড়িভাঙা, মার্বেল দৌড় ও স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মার্বেল দৌড়। নার্সারি ক্লাসের ছাত্রী হাবিবা সেজেছিলেন স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রোমান আলী টুসি এমপি, হাবিবার আম্মু বলেন, হাবিবা টুসি আপাকে দেখে দেখে সে নিজ থেকেই টুসি আপা সেজেছে। সেনাবাহিনীর পোশাক পড়ে সেনাবাহিনীর সৈনিক সেজেছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাহিয়া মিনহা।মাহিয়া মিনহার আম্মু বলেন, মিনহার আব্বু একজন দেশপ্রেমিক সেনাবাহিনী, তাই বাবার মতো দেশপ্রেমে মুগ্ধ হয়ে সেজেছিল সেনাবাহিনী গর্বিত সৈনিক।
অত্র স্কুলের প্রিন্সিপাল জনাব আজহারুল ইসলাম বলেন, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কোমলমতি ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ ঘটায়, পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হয়।
সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অত্র স্কুলের প্রিন্সিপাল জনাব আজহারুল ইসলাম।