জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ “নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বেলা ১১ টায় উপজেলা চত্ত্বর থেকে শোভা যাত্রা বের হয়ে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক।উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, কুমারখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা,এমপি প্রতিনিধি শেখ আলতাফ মাহমুদ।কুমারখালী মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।এছাড়াও বক্তব্য রাখেন মহিলা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হোসনে আরারুবী,সহ-সভাপতি রওশন আরা নীলা, নিজেরা করি সংগঠনের কুমারখালীর তাছলিমা খাতুন, সাংবাদিক জাকের আলী শুভ,এম এ ওহাব প্রমুখ।
সর্ম্পকিত খবর সমূহ..
June 5, 2024