সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধিঃ নদী বাঁচাও প্রকৃতি ও জীবন বাঁচাও স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক ও নাগর নদী রক্ষায় রানীশংকৈল উপজেলার পরিষদের মূল ফটকে এক মানববন্ধন আয়োজন করে কুলিক নদী ও নাগর নদী সুরক্ষা কমিটি
কুলিক নদী ও নাগর নদী সুরক্ষা নিশ্চিতকরণ সহ নদীর নির্মল জল ফিরিয়ে আনতে ও নদীর তৎসংলগ্ন এলাকার জীবন বৈচিত্র রক্ষার্থে, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ফেস্টুন নিয়ে শুভ শক্তি ইউনিটের সহযোগিতায় তরুণ সমাজ নিয়ে গঠিত কুলিক ও নাগর নদী সুরক্ষা কমিটির উদ্যোগে এই মানববন্ধন হয়।
৯ মার্চ শনিবার সকাল ১০টায় শুভ শক্তি ইউনিটের সহযোগিতায় কুলিক নদী সুরক্ষা কমিটি ও নাগর নদী সুরক্ষা কমিটির আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোহেল রানা সভাপতি কুলিক নদী সুরক্ষা কমিটি ও
ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রানীশংকৈল ।
প্রশান্ত বসাকের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহিদুল হক। নদী সুরক্ষা সকমিটির সদস্য সচিব এ্যাভোকেট মেহেদী হাসান শুভ, আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল হক, সাবেক ভিপি রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরথানা আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, জাকারিয়া হাবিব ডন প্রমুখ
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তারা
অভিযোগ করে বলেন ঐতিহ্যগতভাবে রাণীশংকৈল উপজেলার উপর দিয়ে প্রবাহিত কুলিক নদী একটি গুরুত্বপূর্ণ নদী যে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নৌবন্দর কালের বিবর্তনে এবং নদীর নাব্যতা না থাকা নদী দূষণ অবৈধ দখল যা আজ নদীটি মৃতপ্রায় নদীর মূল ধারাকে দখলমুক্ত করা এবং প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষা করতে বক্তারা কুলিক নদী ও নাগর সুরক্ষা নিশ্চিতকরণ সহ নদীর তৎসংলগ্ন এলাকার জীবন বৈচিত্র রক্ষার জোর দাবী জানান
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শুভশক্তি ইউনিটের সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা।