কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসীদের নিয়ে সংগঠন কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ কার্যালয়ে আহবায়ক কমিটি দেশে ও প্রবাসে বসবাসরত সংগঠনের সকলের সর্বসম্মতিক্রমে পর্তুগাল প্রবাসী মোঃ লালন মিয়াকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী মোঃ ইমাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সৌদি আরব প্রবাসী মোঃ রেজাউল হক মিলনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী আরশ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিন , সাংবাদিক আবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, রাজনীতিবিদ হুমায়ুন কবির মছব্বির, সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী, মাওলানা ফয়জুর রহমান, আমিনুল হক, ফাতেহা আক্তার ফাতেমা, আব্দুল হাসিম, মেম্বার মেহেদী হাসান ডালিম, নুরুল আমিন, জামাল উদ্দিন, ইসরাইল আলী, সাংবাদিক নোমান আহমদ, মাহমুদুল হাসান নাঈম, আমির আলী, মাহফুজ আহমদ হালকার, শাহিন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীরা হলেন রেমিট্যান্স যোদ্ধা, তাদের আয়ের মাধ্যমে দেশের চালিকাশক্তি মজবুত হচ্ছে। তাদের উপার্জনে পরিবার পরিজন চলে। আর্তমানবতার সেবায় প্রবাসীরা দলমত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজ বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন।