সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী রাজা টংকনাথের জমিদার বাড়িটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুরে এ কাজের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী মুরাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন প্রমুখ।
এ সময় শুভ শক্তি ইউনিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন
রাণীশংকৈল পৌর শহরের জয়কালী এলাকায় অবস্থিত পুরোনো ও জরাজীর্ণ রাজা টংকনাথের জমিদার বাড়িটি সংস্কারের জন্য ২০২২ সালের আগস্ট মাসে হাইকোর্টের রিট আবেদন মাধ্যমে নজরে আনেন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ।
হাইকোর্টের নির্দেশে প্রত্নতাত্ত্বিক বিভাগ জমিদার বাড়িটি প্রাথমিক সংস্কারের জন্য ১০ লাখ টাকা দরপত্র আহ্বান করেন। চুক্তি বদ্ধ হয়ে সংস্কারের কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মেসার্স বকুল ট্রেডার্স।
সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ বলেন, পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চিন্তা থেকেই হাইকোর্টের নজরে জরাজীর্ণ রাজবাড়ীটির সংস্কারের বিষয়টি তোলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে বহু বছর পর রাজবাড়ীটি সংস্কার শুরু হতে যাচ্ছে। তিনি আরোও বলেন এটি সংস্কার হলে একদিকে মানুষ বিনোদনের জায়গা পাবে এবং নতুন প্রজন্ম এ রাজবাড়ীটি ইতিহাস সম্পর্কে জানতে পারবে। অন্যদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে তিনি মনে করেন।
এদিকে রাজবাড়ীটির সংস্কারের খবর শুনে এলাকাবাসী খুবই আনন্দিত তারা বলেন রাজবাড়ীটির সংস্কারের ফলে অনেক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে। রাজবাড়িটির ইতিহাস ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতে পারব ।