কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসরের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পাড়ুয়া ক্রিকেট ক্লাব। সোমবার কালাইরাগ সূর্যোদয় ক্লাব মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হয় পাড়ুয়া ক্রিকেট দল ও আলমগীর স্মৃতি ক্রিকেট দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ষোল ওভারে সাত ইউকেটে ১৫৬ রান করে পাড়ুয়া ক্রিকেট ক্লাব। পরে আলমগীর স্মৃতি ক্রিকেট দল ১২২ রানে অলআউট হয়। ফলে ম্যাচটিতে ৩৫ রানের জয় তুলে নেয় পাড়ুয়া ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের জুনেদ। ম্যান অব দ্যা সিরিজ ও সর্বোচ্চ রান সংগ্রহকারী বিজয়ী দলের ইয়ামিন আলভি। সর্বোচ্চ ইউকেট শিকারী বিজয়ী দলের শাকিল। আম্পায়ারের দায়িত্বে ছিলেন ফখরুল ইসলাম ও মাসুদ রানা এবারের আসরে উপজেলার শীর্ষ ১২টি দল মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে।
কোম্পানীগঞ্জ ক্রিকেট কাউন্সিলের আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসরের ফাইনাল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ। কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক কমান্ডার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, এসআই অজয় রায়, সাজ্জাদ হোসেন দুদু, শাহাবুদ্দিন, শ্রী সুব্রত শেখর রায় সঞ্জু, ব্যবসায়ী আনোয়ার হোসেন রবি, আমিনুল ইসলাম, জয়নাল আবেদীন মেম্বার, বাহার আহমদ রুহেল, গোলজার হোসেন।
ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক আকবর রেদওয়ান মনা ও এখলাছ আহমেদ। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কমিটির সদস্য শৈবাল শাহরিয়ার সাজন, রজন আহমেদ, শরিফুল ইসলাম ডালিম, ফখরুল ইসলাম, সুমন ভুঁইয়া, নিজাম উদ্দিন, মামুন চৌধুরী, অফিক আহমদ, রাইসুল ইসলাম
রাজন, উবাইদুল ইসলাম, ফারুক আহমদ, আবুল হোসেন, মজফর, হারুনুর রশিদ, আব্দুল জলিল ও সঞ্জিবন সরকার প্রমুখ।