হেলাল হোসেন কবিরঃ রবিবার (১৭ মার্চ ) সন্ধ্যায় লালমনিরহাট সদরের হাড়ীভাঙ্গা এলাকার বাসস্ট্যান্ডে সদর উপজেলা যুবলীগের আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” এই স্লোগানে সদর যুবলীগের সভাপতি সহঃ অধ্যাপক মোঃ শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, উদ্বোধক ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এসময় জেলা যুবলীগের সহ সভাপতি
পেয়ারা, সহ সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর আলম, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম বিষয় সম্পাদক আব্দুল লতিফসহ
অন্যান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।