রাকিব হোসেন,ঢাকাঃ ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। চলছে প্যান্ডেল তৈরির কাজ।
বুধবার (০৩ এপ্রিল) জাতীয় ঈদগাহ ময়দান সরেজমিনে ঘুরে দেখা গেছে,
ঈদের জামাত ঘিরে আগত মুসল্লিদের জন্য মূল গেটসহ আশপাশের সাজসজ্জায় ব্যবহৃত কাঠামোগুলোতে রঙ করা হচ্ছে।
শত শত শ্রমিক এখানে প্যান্ডেল ও ত্রিপল লাগানোর কাজ শুরু করেছেন। এর পর সিলিং ফ্যানগুলো লাগানো হয়ে গেলে কাতারের সামনের দিকে স্ট্যান্ড ফ্যান বসানোর জন্য সেগুলো আনা হবে এবং নামাজের কাতারের জন্য বসানো হবে বিশেষ কাপড়। এছাড়া বৃষ্টি এলে যেন মুসল্লিদের কোনো সমস্যা না হয়, সেজন্য প্যান্ডেলে ত্রিপল লাগানোর কজ চলছে। সব মিলিয়ে জামাত আয়োজনের প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে এগিয়ে যাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হওয়ায় প্রতি বছর জাতীয় ঈদগাহের ব্যবস্থাপনার কাজ করে সংস্থাটি। এ বছরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১ প্রকৌশল বিভাগের আওতায় জাতীয় এ ঈদগাহের প্রস্তুতির কাজ চলছে।