লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইলে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে মতিউর রহমান (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বত্তরা। আহত শিক্ষক মতিউর রহমান জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েলের পিতা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন) সকাল ৯ টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত মতিউর রহমান বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত মতিউর রহমানের ছেলে হুমায়ুন রশিদ জুয়েল বাদী হয়ে ৪ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে জয়নাল মিয়ার সাথে মতিউর রহমানের পূর্ব থেকে জমিজমা নিয়া মামলা মোকদ্দমা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে পূর্বপরিকল্পনা অনুযায়ী জয়নাল মিয়ার দুই ছেলে বিজয় মিয়া, নিলয় মিয়া ও মৃত আসাদুজ্জামানের ছেলে জামাল উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মতিউর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ গঠনায় কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট এর সভাপতি ফাইজুল হক গোলাপ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
একই গঠনায় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন” (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃখায়রুল ইসলাম ভূইয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ বলেন, ঘটনাটি থানায় অবগত করার পর আমি নিজে সরজমিন পরিদর্শন করে আসছি। আহত ব্যক্তির ছেলে হুমায়ুন রশিদ জুয়েলের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থাসহ আইনের আওতায় আনা হবে।