স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের কৈলাশগজ্ঞ হরিনটানা প্রাণকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ১৩ এপ্রিল ২০২৪ শনিবার পালিত হলো চড়ক পুজো।হাজারো ভক্তপ্রাণ মানেষের ভীড়ে মাঠ পরিপুর্ণ হয়ে যায়।পুজো উদযাপন কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কৈলাশগজ্ঞ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মিহির কান্তি মন্ডল।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অচিন্ত সাহা,উপস্হিত ছিলেন উদযাপন কমিটির সহ-সভাপতি সুকুমার মন্ডল ঝন্টু,সাধারন সম্পপাদক শুশিল মন্ডল,দিপংকর মল্লিক,পরিচালনায় দিপ্ত মন্ডল,সহ আরো অনেকে।
বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাত্ চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো পালিত হয়। এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। চড়ক পুজোর বিশেষত্ব হলো খালি পায়ে আগুনের মধ্যে দিয়ে হাঁটা -চলা করেন,
পিঠে বিশাল আকারের বরশি গেথে চড়ক গাছে ঝুলে থাকেন।এসব দেখতে প্রচুর সংখ্যক লোক ভিড় জমান।এ বছরও প্রানকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তার ব্যতিক্রম হয়নি।