মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের রাস্তার মাথার দক্ষিণ পাশে ঢ়ারী বাড়ির দরজা এলাকায় এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা(ভারপ্রাপ্ত) ডাঃ কে.এম.আসাদুজ্জামান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ৩০টি স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া , কবুতর, হাঁস-মুরগি, সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করা হয়।