মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়। ২৮ এপ্রিল রোববার ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শুরুতেই ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি শহরের গোবিন্দনগরস্থ ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌ. মো: মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (১ম শিফট) মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশ নেন।