মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের আমলেই দেশের কৃষকদের অধিকার নিশ্চিত করা হয়েছে, বলে মন্তব্য করেছেন ভোলা-(০৩) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৭ হাজার ৭০০ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউস ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার এবং বীজ বিতরণের উদ্বোধন কালে এসকথা বলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।