উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ ইএসডিও কৈশোর কর্মসূচির আওতায় পুঠিয়া উপজেলায় উপজেলা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব ফুটবল টূর্ণামেন্ট আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব এ কে এম নূর হোসেন নির্ঝর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুঠিয়া উপজেলা, রাজশাহী। উপস্থিত থাকার সম্মতি ঙ্গাপন করেছিলেন জনাব মোছাঃ ডালিয়া পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পুঠিয়া উপজেলা, রাজশাহী।আরও উপস্থিত ছিলেন জনাব হরদেব অধিকারী, শাখা ব্যবস্থাপক, পুঠিয়া শাখা, রাজশাহী।সহযোগিতায় ছিলেন মোছাঃ সারমিন আক্তার লিজা, উপজেলা প্রোগ্রাম অফিসার, পুঠিয়া উপজেলা, রাজশাহী।
(২৮ মে) রোজ মঙ্গলবার বিকেল তিনটায় পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয় মাঠে,কৈশোর কর্মসূচি উপজেলা ভিত্তিক ক্রিয়া প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব (ফুটবল) খেলা অনুষ্ঠিত হয়,এতে অংশগ্রহণ করেন উপজেলা বিভিন্ন স্থান থেকে আসা কৈশোর ফুটবল টিম,
একই দিনে সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হয়,খেলা শেষে রানার আপ এবং চাম্পিয়ান টিমকে পুরস্কার বিতরণ করা হয়,বাস্তবায়নে,ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহযোগিতায়,পল্লী কর্ম-সহায় ফাউন্ডেশন (পিকেএস এফ)।