নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ‘অর্থনৈতিক শুমারী ২০২৩’ প্রকল্পের তালিকাকারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮শে জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
ডোমার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ওমর আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোঃ আব্দুল বারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী মোঃ হাবিবুর রহমান প্রমুখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ৩০শে জুন অব্ধি চলবে।কর্মশালায় অংশগ্রহণকারীদের অর্থনৈতিক শুমারী পরিচালনার বিভিন্ন বিষয়াদি জানানো হবে। সেই অনুযায়ী শুমারী পরিচালনা ও তালিকা প্রস্তুত করবেন তারা।