বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ আন্দোলন সফলের পর এবার সারা দেশে বিভিন্ন শহর পরিষ্কার ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই পঞ্চগড় শহর পরিষ্কার ও শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, পঞ্চগড় সদর থানা থেকে এ পরিস্কার কার্যক্রম শুরু হয়ে, জেলা পরিষদ ও চৌরঙ্গী মোড় পরিস্কার করেন শিক্ষাথীরা।
শহরের চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর পর শহরে পুলিশ সদস্যদের দেখা যায়নি।
স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা বলেন, এখন দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমাদের শহর অপরিচ্ছন্ন থাকতে পারে না। ট্রাফিক সিস্টেমেও অব্যবস্থাপনা থাকতে পারে না। সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আমরা কাজ করছি।