হাসান ফরাজী,নিজস্ব প্রতিবেদক ভোলাঃ ট্রাফিক আইন মেনে চলুন যানজট মুক্ত দেশ গড়ুন। এই স্লোগানকে সামনে রেখে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে যানজট নিরসনে দীর্ঘ ৮দিন যাবত দিন রাত কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
কুঞ্জেরহাট বাজারে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, কুঞ্জেরহাট বাজারে যানজট লেগে থাকলে ও কখনো কেউ এসে যানজট নিরসন করে নাই। এমন কী দীর্ঘদিন যানজট থাকা সত্বেও কখনো ট্রাফিক পুলিশ কুঞ্জেরহাট বাজারে এসে যানজট মুক্ত করে নাই । তাই আমরা কয়েক জন শিক্ষার্থী নিজ উদ্যোগে সময় ভাগ করে যানজট নিরসনে কাজ করতেছি।
এবং আমরা কুঞ্জেরহাট বাজারে যানজট মুক্ত করতে পাড়ায় আমরা খুব আনন্দিত।
সেই সাথে আগামী দিনগুলোতে কুঞ্জেরহাট বাজারে ট্রাফিক পুলিশ দেয়ার জন্য অনুরোধ করতেছি।
পথযাত্রীরা বলেন,আমরা আগে কুঞ্জেরহাট বাজারে উত্তর থেকে দক্ষিণ মাথায় যেতে যানজটের জন্য দীর্ঘ সময় লাগে যেত। এখন শিক্ষার্থীদের জন্য আমরা খুব সহজে এই মাথা থেকে অন্য মাথায় যেতে পারি। তাই শিক্ষার্থীদের এই ধরনের কর্মকাণ্ডে সাধুবাদ জানাই।