মোঃ আল-আমিন হোসেন,বামনা,উপজেলা প্রতিনিধিঃ ওয়াশ ইন স্কুল প্রকল্প, ইউএসএ এর সহযোগিতায় বরগুনা জেলার বামনায় বামনা সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসায় সোমবার ৮টি ওয়াশ ব্লক ছাত্র-ছাত্রীদের ব্যবহারের উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রাক ওয়াশ ইন স্কুল প্রকল্প ওয়াশ এর অধীনে ইউ এস এ এর সহযোগিতায় এসব অবকাঠামো নির্মাণ করেছে। ব্রাকওয়াশ প্রকল্পের এর মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের নিরাপদ জীবন উন্নত শিক্ষা নির্বাহের উপায় তৈরির জন্য একটি মডেল তৈরি করা। বামনায় বিভিন্ন নিম্ন আয়ের এলাকায় বসবাসরত ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয় ওয়াশ ব্লক ।সার্বক্ষণিকু সরবরাহ নিশ্চিতকরণে প্রতিটি ওয়াশ ব্লকে মোটর পাম্প ও রিজার্ভার রয়েছে। ওয়াশ ব্লকগুলোতে সাবান, হাত ধোয়ার স্ট্যান্ড ও প্রতিবন্ধী ছাত্র ছাত্রী সুবিধার জন্য হাতল এবং উঠার জন্য সিঁড়ি ব্যবস্থা ও রয়েছে। ওয়াশগুলোর শুভ উদ্বোধন করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ মোঃ মানজুরুরব মুর্তাযা আহসান, গভর্নিং বডির সাবেক সভাপতি বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসা মোঃ কামরুজ্জামান,অধ্যক্ষ বামনা সদর রশিদ ফাজিল মাদ্রাসা মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মোল্লা, প্রেসক্লাব বামনা, ব্রাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মীর গোলাম মোস্তফা, ব্রাক ওয়াশ কর্মসূচির ডেপুটি ম্যানেজার সাগর চন্দ্র হাওলাদার, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রেজাউল ইসলাম,অত্র মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী গন।