সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৬ আগষ্ট (সোমবার) দিনব্যাপী ইউএনও রকিবুল হাসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সমন্বয়করা ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি মন্ত্রাণালয় ও জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশনায় পৌর এলাকার জয়কালী কুলিক নদীর বড় ব্রীজের গোড়ায় পৌরসভা কর্তৃক সড়কের পাশে স্তূপকৃত ময়লা- আবর্জনা অপসারণে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। এ কার্যক্রমে ইসিবি, বিডি ক্লিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রানীশংকৈল উপজেলার সমন্বয়করা ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ ময়লা আর্বজনা অপসারণের জন্য ভূমি মন্ত্রাণালয় ও জাতীয় নদী রক্ষা কমিশন সহ বিভিন্ন অধিদপ্তরে রানীশংকৈল পৌরসভাধীন জয়কালী ব্রীজ (বড় ব্রীজ) এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা অপসারণের দাবিতে গঠিত কমিটির পক্ষে রিপ্রেজেন্টেশন প্রেরণ করেন। কিন্তু ময়লা আর্বজনা অপসারণের কাজ শুরু না হওয়ায় আইনগত নোটিশ ইস্যু করেন। পরবর্তীতে ১ আগস্ট ভূমি মন্ত্রণালয় ও ১৯ আগস্ট জাতীয় নদী রক্ষা কমিশন কুলিক নদীর ব্রীজের গোড়ায় ময়লা ফেলা বন্ধ এবং দূষণমুক্ত করে পৌরসভার নিদিষ্ট স্থানে ময়লা আর্বজনা ফেলানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। তার পরিপ্রেক্ষিতে ইউএনও ও শিক্ষার্থীরা এ অভিযান পরিচালনা করেন। ওই সময় ময়লা- আবর্জনা অপসারণের দাবিতে গঠিত কমিটির সমন্বয়করা ও রানীশংকৈল পৌরসভার কাউন্সিলরা ও কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন সচেতন মহলের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।