বিলালুর রহমান সিলেট প্রতিনিধি জৈন্তাপুর উপজেলায় তীব্র খরতাপের পর আকষ্মিক ভারীবৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে নাহিদ (১৩) নামক এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্হানীয় ইউপি সদস্য হারুণ সরকার জানান, নিহত নাহিদ ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯ নং ওয়ার্ডের নয়াগ্রাম আগফৌদ এলাকার নূরুল হকের ছেলে। নূরুল হক পেশায় একজন কৃষক। তিনি আরো বলেন, শনিবার (২১শে সেপ্টেম্বর) তীব্র খরতাপ চলাকালীন সময় হঠাৎ দূপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় পূর্ব আকাশ কালো করে বজ্রবৃষ্টি শুরু হয়। সেই সাথে কয়েকদফা তীব্র বজ্রপাত। এ সময় আকষ্মিক বৃষ্টি শুরু হলে নিহত নাহিদ বাড়ী অভিমুখে রওয়ানা দিলে পথিমধ্যে ওয়াপদা বেড়ীবাঁধ সংলগ্ন রাস্তার উপর সে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন বজ্রপাতে কিশোর নাহিদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরী করছে। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। তিনি জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে নিহতের বাবাকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। তিনি বজ্র বৃষ্টি চলাকালে সকলকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।