মোঃ কবির হোসেন স্টাফ রির্পোটারঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ভোলার বোরহানউদ্দিনে বেসরকারি মাধ্যমিক/মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবী দাওয়ার বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম উপজেলা৷, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোসাঃ আয়েশা সিদ্দিকা , মাধ্যমিক শিক্ষাক সমিতির সভাপতি ও বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ , মজমের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফয়জুল আলম , পক্ষিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ লোকমান হোসেন প্রমুখ। পরে৷ শিক্ষক নেতৃবৃন্দ ৪ দফা দাবী সংবলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামানের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করেন।