বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিপিএম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মাসুম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন, দিনাজপুরের ১৩টি থানার পূজা উদযাপন কমিটি ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন পুলিশ সুপার। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নিরাপত্তা জোরদারের বিষয়ে সম্মতি দেন সবাই। সভায় জানানো হয়, দিনাজপুরে ১,২১৬ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালিত হবে। পূজা মন্ডপ নির্মাণকালীন নিরাপত্তা, মন্ডপ গুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করুন, মন্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন, বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা, স্বেচ্ছাসেবক নিয়োজিত করুন, নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন, আজান ও নামাজের সময় বাদুযন্ত্র ও মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ করুন, মন্ডপ সমূহে সিসি ক্যামেরা স্থাপন এবং সর্বোপরি মন্ডপের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধ করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মাদ নাজমুল হাসান বলেন, শান্তিপূর্ন পরিবেশে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।